প্রশ্নোত্তরে রাসূল (সা)-এর জীবনী (পর্ব-৭)
ইসলাম গ্রহণকারীদের উপর কুরাইশদের নির্যাতন
প্রশ্ন: রাসূল (সা)-এর নবুওয়াতের চতুর্থ বছরের শুরুর দিকে তার দাওয়াতী কাজে ব্যাঘাত ঘটানোর জন্য কুরাইশরা কী সিদ্ধান্ত নেয়?
উত্তর: তারা রাসূল (সা)-এর বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও নওমুসলিমদের ওপর নানা ধরণের অত্যাচার নির্যাতন করার সিদ্ধান্ত নেয়। আর এজন্য আবু লাহাবের নেতৃত্ত্বে তারা ২৫ সদস্যের কমিটি গঠন করে এবং আপোষ-মীমাংসার জন্য তারা রাসূলকে পার্থিব-সুখের প্রলোভন দেখায়।
প্রশ্ন: মক্বার কুরাইশ নেতারা হজ্ব যাত্রীদের কাছে কী প্রচান করে বেড়াচ্ছিল ?
উত্তর: হজ্জ্বের মৌসুমে রাসূল (সা)-কে তার দাওয়াতী কাজে ব্যাঘাত ঘটানোর জন্য তার হজ্জযাত্রীদের মাঝে প্রচার করতে লাগলো যে, মুহাম্মাদ (সা) একজন যাদুকর, সে পিতা-পুত্রে, ভাইয়ে-বোনে এবং স্বামী-স্ত্রীতে বিচ্ছেদ ঘটাতে খুবই পারদর্শী।
প্রশ্ন: ইসলাম গ্রহণের পর উসমান বিন আফফানের চাচা তার সাথে কী করলো ?
উত্তর: সে তাঁকে খেজুর পাতার মাদুরে মুড়িয়ে তার নিচে আগুন লাগিয়ে দিলো।
প্রশ্ন: ইসলাম গ্রহণের কারণ মুসআব বিন উমাইর (রা)-এর মা তার সাথে কেমন আচরণ করেছিলো?
উত্তর: সে তাকে অনাহারে রাখতো এবং অবশেষে বাড়ি থেকেই বের করে দিলো।
প্রশ্ন: উমাইয়া বিন খালফ বিলাল (রা)-এর উপর কীভাবে নির্যাতন করতো ?
উত্তর: বিলাল ছিলেন উমাইয়া বিন খালফের ক্রীতদাস। তাই সে প্রায়ই বিলালকে মারধর করতো। অনেক সময় সে তার গলায় রশি বেঁধে উচ্ছৃঙ্খল ছেলেদেরকে দিয়ে মক্বার গলিতে গলিতে তাকে নিয়ে টানা-হেঁচড়া করে ঘুরে বেড়াতো। আবার অনেক সময় তার হাত-পা বেঁধে উত্তপ্ত বালুর উপর শুইয়ে দিয়ে তার বুকের উপর ভারি পাথর দিয়ে রাখত।
প্রশ্ন : ইয়াসির এবং তার পরিবারবর্গকে কীভাবে নির্যাতন করা হতো ?
উত্তর: ইয়াসির, সুমাইয়া এবং আম্মার (রা)-কে জ্বলন্ত আংগারের উপর এবং উত্তপ্ত বালুর উপর শুইয়ে তাদেরকে মারধর করা হতো ।
প্রশ্ন: ইয়াসির কীভাবে শহীদ হন ?
উত্তর: নির্মম নির্যাতনের ফলে তিনি শহীদ হন।
প্রশ্ন: সুমাইয়া কীভাবে শহীদ হন ?
উত্তর: আবু জেহেল স্বয়ং বর্শার আঘাতে সুমাইয়াকে হত্যা করে। আর এভাবে তিনি ইসলামে প্রথম মহিলা শহীদ হওয়ার উপাধি অর্জন করেন।
প্রশ্ন: আম্মার বিন ইয়াসিরও কি নির্যাতনের স্বীকার হয়েছিলেন ?
উত্তর: হ্যাঁ, তিনিও নানা ধরণের নির্যাতনের স্বীকার হয়েছিলেন।
প্রশ্ন: ইসলাম গ্রহণ করার কারণে যেসব মহিলারা নির্যাতিত হয়েছিলেন তারা কারা ?
উত্তর: তারা হলেন যানাইরা, নাদিয়া এবং তার মেয় উম্মে উবাইস (রা) সহ আরো অনেকে।
প্রশ্ন: খাব্বাব বিন আরাত (রা)-এর সঙ্গে মক্বার মুশরিকরা কী করতো ?
উত্তর: তারা খাব্বাবের চুল ধরে টানত এবং তার গলায় রশি বেঁধে জ্বলন্ত অঙ্গারের উপর শুইয়ে দিত এবং যে যেন পালাতে না পারে সে জন্য তার বুকের উপর পাথর চাপা দিয়ে রাখতো।
এ সম্পর্কিত অন্যান্য পোস্টগুলো :