বই: হাদীসের পরিচয়

ইসলামের অন্যতম প্রধান উৎস হাদীস। কুরআনের ব্যাখ্যা। ইসলামী পরিভাষায় রাসূল (সা)-এর কথা, কাজের বিবরণ কিংবা কাজ, কাজের সমর্থন এবং অনুমোদন বিশ্বস্ত ও নির্ভরযোগ্য সূত্রে প্রমাণিত, তাই হাদীস নামে অভিহিত। ব্যাপক অর্থে সাহাবীদের কাজ,কথা ও সমর্থন এবং তাবেয়ীদের কথা কাজ ও সমর্থনকেও হাদীস বলে। তবে শরিয়তে সাহাবাদের কথা, কাজকে ‘আসার’ এবং তাবেয়ীদের কথা, কাজকে বলা হয় ফতোয়া। হাদীস শাস্ত্রের বিভিন্ন পরিভাষা রয়েছে। এসব পরিভাষা হাদীস বুঝতে সহায়ক। হাদীসের পরিভাষায় বুঝার জন্য বাংলা ভাষায় সহজভাবে তেমন বই নেই। যে কয়েকটি বই রয়েছে তাও দুর্লভ। হাদীসের বিভিন্ন পরিভাষা ও এর সংশ্লিষ্ট বিষয়গুলোকে সংক্ষিপ্তভাবে বুঝার জন্য এই বই “হাদীসের পরিচয়”। এটি রচনা করেছেন জিলহজ আলী। আর প্রকাশ করেছে সুহৃদ প্রকাশন।

Hadiser Porichoy

বইটির অন্যতম আলোচিত বিষয়গুলো হচ্ছে :

  • হাদীসের সংজ্ঞা
  • হাদীসের বিভিন্ন পরিভাষা
  • হাদীসের কিতাবের বিভাগ
  • হাদীসের স্তর, শেণীবিভাগ,
  • হাদীসের কুদসী এবং কুরআনের সার্থে পার্থক্য
  • হাদীস বর্ণনার পার্থক্যে কারণ
  • বিভিন্ন যুগে হাদীস সমালোচনা
  • সাহাবী ও তাবেয়ীগণের ভারতে আগমান
  • বাংলাদেশে ইলমে হাদীস চর্চ্চা
  • ইসলামী জীবন ব্যবস্থায় হাদীসের গুরুত্ব
  • হাদীসের অপরিহার্যতা
  • হাদীস সংরক্ষণ, সংগ্রহ ও গ্রন্থে লিপিবদ্ধকরণ
  • আশারায়ে মুবাশশারাহ
  • বদরে অংশগ্রহণকারী সাহাবীগণের তালিকা
  • কুতুবে সিত্তাহ (বইয়ে সিহাহ সিত্তাহ উল্লেখিত হয়েছে, এই পরিভাষা শুদ্ধ নয়) ও এর সংকলকগণ
  • বিভিন্ন হাদীস গ্রন্থে হাদীসের সংখ্যা
  • ভারত উপমহাদেশের মুহাদ্দিসগণ
  • প্রখ্যাত হাদীস সংকলকগণ সম্পর্কে সংক্ষিপ্ত জীবনী প্রভৃতি।

বইটির ডাউনলোড লিংক

আশা করি বইটি পড়ে হাদীসের অনেক পরিভাষা সম্পর্কে প্রাথমিক (Basic) ধারণা হবে। হাদীস চর্চ্চার দ্বার উন্মোচিত হবে। হাদীসের এই পরিভাষাগুলো হাদীস পড়ায় সহায়ক হবে। হাদীসের পরিভাষা বা উসূলে হাদীস সম্পর্কে বিস্তারিত জানতে আরবী নুখবাতুল ফিকর, ড. মাহমুদ তাহতানের মুস্তালাহিল হাদীস, মুসলিম শরীফের মুকাদ্দামা ও তার ব্যাখ্যা পড়ার অনুরোধ রইলো।

বইটি পছন্দ হলে নিকটস্থ লাইব্রেরী থেকে ক্রয় করুন। না পেলে আমাদের জানান। আমরা লাইব্রেরীর নাম সরবরাহ করার চেষ্টা করবো ইনশা আল্লাহ।

 

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
skybet88 skybet88 skybet88 skybet88 mix parlay skybet88 slot bonus new member skybet88 skybet88 slot gacor skybet88 skybet88